বাড়বে উত্তুরে হাওয়ার দাপট, সপ্তাহের শেষে ফের জাঁকিয়ে শীতের পূর্বাভাস

বৃহস্পতিবারের পর আবহাওয়ার পরিবর্তন হবে। সপ্তাহের শেষে ক্রমশ নামবে পারদ। শুক্র ও শনিবারে ২-৩ ডিগ্রি তাপমাত্রা নেমে যেতে পারে। পৌষ সংক্রান্তিতে তাপমাত্রা কমতে পারে বেশ কিছুটা। কলকাতার তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ আগামী দুই-তিন দিন একইরকম থাকবে তাপমাত্রা। শুক্রবার থেকে উত্তুরে হাওয়ার দাপট বাড়বে ৷ আগামী দু’দিন ঘন কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের চার জেলায় কুয়াশার দাপট থাকবে। দার্জিলিং-এ হালকা বৃষ্টির সম্ভাবনা আগামী ৪৮ ঘণ্টায়। সিকিমে তুষারপাতের সম্ভাবনা। কলকাতায় সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। বেলায় মূলত পরিষ্কার আকাশ, কখনও আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। পারদ ক্রমশ নামবে। সপ্তাহান্তে ফের ১৩-১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে কলকাতার তাপমাত্রা।