ভোট ঘোষণার আগেই ইলেকট্রনিক-প্রিন্ট- ডিজিটাল মিডিয়ায় উপর নজরদারির নির্দেশ দিল নির্বাচন কমিশন
এবার মিডিয়া মনিটরিং বা নজরদারির উপর জোর কমিশনের। জানা গিয়েছে যে, আগে যে নিয়ম কখনও লাগু করা হয়নি সেই নিয়মই এবার চালু করেছে কমিশন । নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ না হলেও এখন থেকেই শুরু মিডিয়া মনিটরিংয়ের নির্দেশ। এমনটাই খবর কমিশন সূত্রে । সূত্রের খবর, এই প্রথম নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের অনেক আগে থেকেই মিডিয়া সেল মনিটরিং শুরু করে দিল জাতীয় নির্বাচন কমিশন । তাদের তরফে তো মনিটরিং করা হবেই, এমনকি ইলেকট্রনিক, প্রিন্ট এবং ডিজিটাল মিডিয়ায় কোথায় কী খবর প্রকাশিত হচ্ছে তার বিস্তারিত রিপোর্ট নিয়মিতভাবে পাঠাতে হবে কমিশনের দফতরে । জেলাভিত্তিক রিপোর্ট চলতি সপ্তাহ থেকেই পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে । ঘটনার দিন সন্দেশখালিতে কী হয়েছিল, সেই বিস্তারিত তথ্য এসে গিয়েছে নির্বাচন কমিশনের হাতে । সঙ্গে রয়েছে সেদিনের ভিডিয়ো ফুটেজও । সম্প্রতি সন্দেশখালিতে ইডির আধিকারিকদের উপর হামলার ঘটনা এবার চিন্তার ভাঁজ ফেলল জাতীয় নির্বাচন কমিশনের কপালেও । ঘটনার পর বেশ কয়েকদিন কেটে গেলেও সন্দেশখালির অভিযুক্ত তৃণমূল বিধায়ক শাহজাহান শেখ এখনও অধরা । কেউ বলছেন তিনি নাকি নিজের এলাকাতেই আছেন ৷ আবার বিরোধীরা বলছে তিনি নাকি এ রাজ্যেই নেই । সামনেই লোকসভা নির্বাচন । তাই এই ঘটনাকে একেবারেই হালকাভাবে দেখছে না জাতীয় নির্বাচন কমিশন ।জানা গিয়েছে, এই নিয়ে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে ৷ তাতে বেশ কয়েকটি বিষয় উল্লেখ করা হয়েছে । নির্দেশ দেওয়া হয়েছে যে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কোথায় কী প্রকাশ করা হচ্ছে, কোন রাজনৈতিক দলের কোন নেতা কোথায় কী কথা বলছেন কার বিরুদ্ধে কী ধরনের মন্তব্য করা হচ্ছে সব কিছু সবিস্তারে লিখতে হবে রিপোর্টে । এখানে ভুয়ো খবরের কথাও বলা হয়েছে । এই সংক্রান্ত রিপোর্ট প্রতিদিন পাঠাতে হবে । এমনটাই নির্দেশ এসেছে কমিশনের তরফে । জাতীয় ছুটির দিনেও এই রিপোর্ট জমা দিতে হবে ।