২০২৪-এর লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিল জাতীয় নির্বাচন কমিশন!
সামনেই ২০২৪-এর লোকসভা নির্বাচনের ৷ তার আগে দেশের সাধারণ নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করার জন্য সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৃহস্পতিবার দুই দিনের বৈঠক শুরু করেছে নির্বাচন কমিশন। এদিন দিল্লিতে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট (আইআইআইডিইএম)-এ শুরু হওয়া সম্মেলনে এই বছর অনুষ্ঠিত হতে যাওয়া পরবর্তী সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হবে বলে জানা গিয়েছে। দেশের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি)-এর নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চ, ইসি র প্রধান কার্যালয়ের শীর্ষ আধিকারিক এবং প্রতি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকরা বৈঠকে অংশ নিয়েছেন। এদিন সকালে দিল্লিতে সমস্ত রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে এই দু দিনের সম্মেলন শুরু হয়েছে আইআইআইডিইএম-এ ৷ কমিশন সূত্রে খবর, এই বৈঠকে মূলত ২০২৪ সালের সাধারণ নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করা হবে ৷ দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চ, কমিশনের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি সিইও-রাও অংশ নেবেন ৷ ভোটের প্রস্তুতি শুরু করে দিল কমিশন ৷