রাজ্যে উত্তুরে হাওয়ার দাপট, ফের নিম্নমুখী তাপমাত্রার পারদ

রাজ্যে উত্তুরে হাওয়ার দাপটে পৌষ সংক্রান্তির আগে কলকাতার তাপমাত্রা নামল ১৪ ডিগ্রির ঘরে। জেলার পাশাপাশি শহরজুড়েও শীতের আমেজ। পথঘাট মুড়েছে কুয়াশায়। শুক্রবার সকালে একধাক্কায় বদলছে আবহাওয়া। তাপমাত্র কমেছে বেশ খানিকটা। কুয়াশায় মুড়েছে চারপাশ। আগামী ২ দিন আরও কমবে তাপামাত্রা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ থেকেই নামবে তাপমাত্রার পারদ। দুইদিনের মধ্যে ৩-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। পশ্চিমের জেলাগুলিতে আরও নামবে পারদ। কলকাতাতেও উত্তুরে হাওয়ার দাপট থাকবে। সপ্তাহান্তে জাঁকিয়ে শীতের পূর্বাভাস রয়েছে। শীতের এই স্পেল টানা এক সপ্তাহ চলবে। বিহার ও ঝাড়খন্ড সংলগ্ন উত্তরবঙ্গের জেলায় ঘন কুয়াশার সতর্কতা থাকবে।