মেট্রোয় চালু কিউআর কোড টিকিটিং সিস্টেম
এবার কলকাতা মেট্রোয় চালু হয়েছে কিউআর কোড টিকিটিং সিস্টেম । আপাতত গ্রিন লাইনে এই সিস্টেম চালু হয়েছে। এদিন কলকাতা মেট্রোর তরফে একটি ট্যুইট করা হয়েছে। সেখানেই এই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। জানা গিয়েছে এদিন ফুলবাগান, বেঙ্গল কেমিক্যাল, সল্টলেক স্টেডিয়াম এবং সিটি সেন্টার স্টেশনগুলিতে এই সিস্টেম চালু হয়েছে। মোট ৮টি স্টেশনে কিউআর কোড সুবিধা রয়েছে।