গুরুতর অসুস্থ হয়ে ভেন্টিলেশনে টলি অভিনেতা পার্থসারথি দেব

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পার্থসারথি দেব। জানা যাচ্ছে, ভেন্টিলেশনে রাখা রয়েছে তাঁকে। ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হয়েছে। সূত্রের খবর, গত এক মাস ধরে বাঙুর হাসপাতালে ভর্তি আছেন পার্থসারথি। তার সিওপিডি অর্থাৎ শ্বাসকষ্টের সমস্যা আছে। পাশাপাশি, ফুসফুসে সংক্রমণ। সব মিলিয়ে তিনি বেশ কাবু। তবে লোকজন চিনতে পারছেন। তবে মুখে নল লাগানো। তাই কথা বলতে পারছেন না। যেহেতু দীর্ঘদিনের সমস্যা তাই চিকিৎসকেরা বলেছেন সুস্থ হতে সময় লাগবে। তবে অবস্থা স্থিতিশীল। মঞ্চ-ছায়াছবি-ছোটপর্দায় টানা ৪০ বছর অভিনয় করেছেন পার্থসারথি দেব। তাঁকে শেষ দেখা গিয়েছে নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পুজোর ছবি “রক্তবীজ”-এ।

error: Content is protected !!