গরমের ছুটিতে আসছে ‘দাবাড়ু’

এবছর ১০ মে মুক্তি পাচ্ছে পথিকৃৎ বসু পরিচালিত ‘দাবাড়ু’। প্রথমে কথা ছিল, ছবিটি শীতে মুক্তি পাবে। চিত্রনাট্য লিখেছেন অরিত্র বন্দ্যোপাধ্যায়। সংলাপে অর্পণ গুপ্ত। নিবেদনে নন্দিতা রায়-সঞ্জয় আগরওয়াল। পুজোমুক্তি থ্রিলারের পর এই প্রথম জীবনীমূলক স্পোর্টস ড্রামা উপহার দিতে চলেছেন নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের বর্ণময় জীবনের এক টুকরো ছবি ধরা পড়েছে এই ছবিতে। দাবাড়ুর ছেলেবেলা ফুটিয়ে তুলেছেন সমদর্শী সরকার। ‘বড় সূর্যশেখর’ অর্ঘ বসু রায়। তাঁর মায়ের ভূমিকায় ঋতুপর্ণা সেনগুপ্ত। দুই প্রশিক্ষক চিরঞ্জিৎ চক্রবর্তী, কৌশিক সেন। দাদু দীপঙ্কর দে। এছাড়াও রয়েছেন শঙ্কর চক্রবর্তী, বিশ্বনাথ বসু প্রমুখ। সূর্যশেখরের জীবনের পাশাপাশি তাঁর মায়ের লড়াই উঠে আসবে ছবিতে।

error: Content is protected !!