আন্তর্জাতিক স্তরে পাড়ি দিল ‘গার্লস উইল বি গার্লস’

রিচা চাড্ডা ও আলি ফজলের প্রথম প্রযোজিত ছবি “গার্লস উইল বি গার্লস” পাড়ি দিচ্ছে টিআইএফএফ নেক্সট ওয়েভ ফিল্ম ফেস্টিভ্যালে। ইতিমধ্যেই সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যাল এবং সাউথ বাই সাউথ ওয়েস্ট ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়েছে ছবিটির। নতুন এই উদ্যোগে খুশি রিচা ও আলি। ছবিটি ১৪ এপ্রিল চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। টিআইএফএফ নেক্সট ওয়েভ ফিল্ম ফেস্টিভ্যাল চলবে ১১ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত। 

error: Content is protected !!