নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল ডাম্পার

ভোররাতে পঞ্চান্ন গ্রামের দুর্ঘটনা। তিলজলা থানার অন্তর্গত ই.এম.বাইপাসে একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে সরাসরি ফুটপাথের ধারে দোকানে গিয়ে ধাক্কা মারে।প্রথমে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা মারে ডাম্পারটি ৷ গাছটি ভেঙে ডাম্পারটি ফুটপাতে উঠে গেলেও এরপর নিয়ন্ত্রণ হারিয়ে এরপর ধাক্কা মারে একটি টাইলস-মার্বেলের দোকানে। এই ঘটনায় ডাম্পারে খালাসি আহত হয়েছেন। তার মাথায় গুরুতর চোট লেগেছে বলে খবর। চালক পলাতক। 

error: Content is protected !!