‘বিহারকে মাওবাদীদের দৌরাত্ম থেকে মুক্ত করেছেন নরেন্দ্র মোদি’, দাবি অমিত শাহের

বালুরঘাট থেকে সভা সেরে বুধবার সোজা বিহারে চলে যান  অমিত শাহ। বিহারের ঔরঙ্গাবাদে আজ জনসভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে অমিত শাহ বলেন, বিহারের এইসব অঞ্চলকে মাওবাদীদের হাত থেকে মুক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সব অঞ্চলে সন্ধেবেলায় আগে কোনও সভা হত না,  এখন সেখানে স্বাস্থ্য, শিক্ষা, রাস্তা তৈরির কথা হচ্ছে বলে জনসভা থেকে মন্তব্য করেন অমিত শাহ।

error: Content is protected !!