ঈদের দিনে সুখবর দিলেন সলমন খান, আগামী বছরেই আসছে ‘সিকন্দর’

প্রতি বছর ঈদে নিজের ছবি নিয়ে প্রেক্ষেগৃহে হাজির হন সকলের প্রিয় ভাইজান সলমন খান। তবে এবারে ঈদের দিনে সলমনের কোনও ছবি মুক্তি পেল না। কিন্তু প্রিয় অনুরাগীদের এক্কেবারে খালি হাতে ফেরালেন না ভাইজান। আগামী বছর ঈদের দিনে মুক্তি পাবে তার পরবর্তী ছবি ‘সিকন্দর’। নিজেই সোশ্যাল মিডিয়ায় সে কথা ঘোষণা করলেন সল্লু ভাই। এ আর মুরুগাদোস পরিচালিত এই ছবিতে সলমান প্রধান চরিত্রে অভিনয় করবেন। ছবিটি প্রযোজনা করবে সাজিদ নাদিয়াদওয়ালার ব্যানার নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট। সলমন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে ‘সিকন্দর’-এর পোস্টার শেয়ার করে ভক্তদের ঈদের জন্য শুভেচ্ছা জানানোর পাশাপাশি এবং তাদের অক্ষয় কুমার-টাইগার শ্রফ অভিনীত বাড়ে মিয়াঁ ছোট মিয়ার পাশাপাশি থিয়েটারে অজয় দেবগনের ময়দান দেখতে বলেছেন। তিনি লিখেছেন, ‘ইস ঈদ বাড়ে মিয়াঁ ছোট মিয়া অর ময়দান কো দেখা অর আগলি ঈদ সিকান্দার সে আ কর মিলো… সবাইকে ঈদ মোবারক শুভেচ্ছা! #সাজিদ নাদিয়াদওয়ালা #সিকান্দার উপস্থাপন করেছেন। @a.r.murugadoss দ্বারা পরিচালিত’। খুব শীঘ্রই শুটিং ফ্লোরে যাবে ‘সিকন্দর’।

error: Content is protected !!