৯৭টি এলসিএ মার্ক ১এ যুদ্ধবিমান পাবে বিমান বাহিনী, HAL-কে ৬৫ হাজার কোটির টেন্ডার

প্রতিরক্ষা বিষয়ে স্বনির্ভরতার দিকে বড় পদক্ষেপ নিয়েছে মোদি সরকার। ভারতের পাবলিক সেক্টর কোম্পানি হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডকে ৬৫ হাজার কোটি টাকার টেন্ডার জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রক। এর আওতায় HAL থেকে ৯৭টিএলসিএ মার্ক ১এ ফাইটার জেট কেনা হবে। এটি হতে পারে দেশীয় সামরিক হার্ডওয়্যারের জন্য ভারত সরকারের দেওয়া সবচেয়ে বড় অর্ডার।

error: Content is protected !!