
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘কুরুচিকর’ মন্তব্য, অমিত মালব্যের বিরুদ্ধে থানায় অভিযোগ তৃণমূলের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ উঠল বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের বিরুদ্ধে। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য গড়িয়াহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। মুখ্যমন্ত্রী সম্পর্কে অবমাননাকর শব্দ ব্যবহার করে নারীশক্তির অসম্মান করেছেন অমিত, অভিযোগ তুলে বিজেপি আইটি সেল প্রধানের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় শনিবার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন চন্দ্রিমা। অভিযোগপত্রে রাজ্য মন্ত্রীর দাবি, মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি ইচ্ছাকৃত ভাবে নষ্ট করছেন বিজেপি নেতা। গত শুক্রবার প্রথম দফার ভোটপর্ব চলাকালীন মুর্শিদাবাদের হরিহরপাড়ায় জনসভা করেন তৃণমূল সুপ্রিমো। সেই সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে রাজ্যের মুখ্যমন্ত্রী আপত্তিকর মন্তব্য ব্যবহার করেন বলে এক্স হ্যান্ডেলে দাবি জানান অমিত মালব্য। সঙ্গে মমতার বক্তব্যের একটি ভিডিয়ো ক্লিপিং শেয়ার করেন তিনি। তবে বিজেপি নেতার সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং এর দ্বারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, পালটা অভিযোগ তুলে থানার দারস্ত হয়েছেন চন্দ্রিমা। অমিতের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। নিজের অভিযোগপত্রে অমিতের এক্স হ্যান্ডেলের পোস্টের একটি স্ক্রিনশর্টও যোগ করেছেন রাজ্য মন্ত্রী। ভারতীয় দণ্ডবিধির অধীনে ৫০০ এবং ৫০৯ ধারায় অমিত মালব্যের বিরুদ্ধে গড়িয়াহাট থাকায় অভিযোগ দায়ের করেছেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।