
তৃণমূলের ১১ মহিলা সাংসদ নিয়ে সংসদে মমতার ‘টিম’!
এগারো মহিলা সাংসদ তৃণমূল কংগ্রেসের এবারে নির্বাচিত। এই রাজ্য থেকে বিজেপির কোনও মহিলা সাংসদ প্রতিনিধি নেই। এর মধ্যে তৃণমূলের নতুন মুখ ৫ জন। রচনা বন্দোপাধ্যায়, জুন মালিয়া, সায়নী ঘোষ, শর্মিলা সরকার, মিতালি বাগ। ২০১৯-য়ের তুলনায় ২০২৪ সালের লোকসভা ভোটে বেড়েছে তৃণমূলের আসন সংখ্যা, বাড়ল মহিলা সাংসদও। সপ্তদশ লোকসভায় জোড়-ফুলের প্রতীকে লোকসভায় পৌঁছেছিলেন ৯ জন মহিলা সাংসদ। এবার সেই সংখ্যা বেড়ে হয়েছে ১১। এবারের লোকসভা ভোটে ১২ জন মহিলাকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। তাঁদের মধ্যে এগারো জন জয়ী হয়েছেন, শতাংশের হিসাবে ৩৮ শতাংশ। অন্যদিকে, মহিলা সংরক্ষণ বিল পাশ করানো বিজেপিতে মহিলা সাংসদ রয়েছে মাত্র ১২ শতাংশ। বাকি ছয় জন পুরোনো শতাব্দী রায়, কাকলি ঘোষ দস্তিদার, মালা রায়, সাজদা আহমেদ, প্রতিমা মণ্ডল ও মহুয়া মৈত্র।
বাংলা থেকে ১১ জন মহিলা যাচ্ছেন সংসদে
কলকাতা দক্ষিণে মালা রায়
বারাসতে কাকলি ঘোষ দস্তিদার
উলুবেড়িয়া সাজদা আহমেদ
বীরভূমে শতাব্দী রায়
জয়নগরে প্রতিমা মণ্ডল
কৃষ্ণনগরে মহুয়া মৈত্র
যাদবপুরে সায়নী ঘোষ
বর্ধমান পূর্বে শর্মিলা সরকার
মেদিনীপুরে জুন মালিয়া
হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায়
আরামবাগে মিতালী বাগ