এনডিএ-র স্পিকার পদপ্রার্থী ফের ওম বিড়লা! বিরোধীদের হয়ে মনোনয়ন পেশ করলেন কংগ্রেসের কে সুরেশ

অষ্টাদশ লোকসভার স্পিকার পদের মনোনয়ন পেশ হল আজ, মঙ্গলবার। এনডিএ-র তরফে স্পিকার পদপ্রার্থী হলেন ওম বিড়লা। অষ্টাদশ লোকসভার স্পিকার পদে মনোনয়ন পেশ করার দিন ছিল মঙ্গলবার। বেলা ১২টায় স্পিকার পদে মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা নির্দিষ্ট করা হয়। সময়ের মধ্যেই এনডিএ-র স্পিকার পদপ্রার্থী ওম বিড়লা এদিন সকাল ১১.৩০ নাগাদ মনোনয়ন জমা দেন। বিরোধী জোটের স্পিকার পদপ্রার্থী হিসেবে নমিনেশন ফাইল করলেন কংগ্রেসের ৮ বারের সাংসদ কে সুরেশ। প্রসঙ্গত, প্রোটেম স্পিকার হওয়ার জন্যও তাঁর নাম তুলেছিল কংগ্রেস। এদিন সংসদে প্রবেশের সময় রাহুল গান্ধি জানান, স্পিকার পদে বিপক্ষের সমর্থন চাইতে মল্লিকার্জুন খার্গেকে সোমবার ফোন করেছিলেন রাজনাথ সিং। তখন সব বিরোধীদের তরফে প্রস্তাব দেওয়া হয়েছিল বিরোধীদের ডেপুটি স্পিকার পদ দিতে হবে। এরপর মঙ্গলবার সকাল পর্যন্ত সে বিষয়ে রাজনাথের তরফে কোনও উত্তর না আসায় কে সুরেশ নমিনেশন ফাইল করেন। উল্লেখ্য, প্রয়োজন পড়লে আগামিকাল বুধবার হতে পারে স্পিকার নির্বাচন। স্পিকার এবং ডেপুটি স্পিকার নিয়ে রণকৌশল নেয় ইন্ডিয়া জোট। যদিও সূত্রের খবর, স্পিকার ও ডেপুটি স্পিকার পদের জন্য সহমতের ভিত্তিতে এগোতে চাইছে মোদি সরকার। বিরোধীদের সঙ্গে কথা বলার দায়িত্ব দেওয়া হয়েছে রাজনাথ সিংহ ও কিরেণ রিজিজুকে। ইন্ডিয়া জোটের তরফে প্রার্থী প্রত্যাহার না করা হলে, ভারতীয় সংসদের ইতিহাসে প্রথমবার বুধবার স্পিকার পদে নির্বাচন হবে।

error: Content is protected !!