পুনের পোর্শে কাণ্ডে অভিযুক্ত নাবালককে জামিন দিল বম্বে হাইকোর্ট

গত ১৯ মে মহারাষ্ট্রের পুনের কল্যাণীনগরে এই কাণ্ড ঘটে যায়। মদ্যপ অবস্থায় সেই দিন গাড়ি চালাচ্ছিলেন বলে ওই ১৭ বছর বয়সী নাবালকের বিরুদ্ধে অভিযোগ। অভিযোগ, ঘটনার সময় তাঁর হাতে ছিল বিলাসবহু পোর্শেগাড়ির স্টিয়ারিং। আর সেই অবস্থাতেই গাড়ি চালানোর সময় তিনি ধাক্কা দেন এক বাইকে। বাইকে তখন ছিলেন দুই সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার। পোর্শের ধাক্কায় ওই ২ ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়। সেই মামলায় নাবাবককে পর্যবেক্ষণ হোম থেকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়ে বম্বে হাইকোর্ট বলছে, ‘ আমরা আবেদন মঞ্জুর করছি এবং তাকে (নাবালকের) মুক্তি দেওয়ার নির্দেশ দিচ্ছি। যে নাবালককে (দ্য চাইল্ড ইন কনফ্লিক্ট উইথ ল  বাসিসিএল) নিয়ে এই মামলা, সে পিটিশনকারীর (পিতামাতা) যত্ন ও হেফাজতে থাকবে।’ বেঞ্চ বলেছে যে জুভেনাইল জাস্টিস বোর্ডের (জেজেবি) রিমান্ডের আদেশ অবৈধ এবং যথাযথ এক্তিয়ার ছাড়াই জারি করা হয়েছে।

error: Content is protected !!