অস্ট্রেলিয়ায় হু হু করে ছড়াচ্ছে Bird-Flu, শয়ে শয়ে মরছে হাঁস-মুরগি

একের পর এক সংক্রমণে জেরবার বিশ্ব। এবার ফের নতুন করে বার্ড ফ্লু মাথা চাড়া দিয়ে উঠেছে। এবার অবশ্য অস্ট্রেলিয়ায়। এর আগে  অস্ট্রেলিয়ার আট-নটি খামারে বার্ড ফ্লু সংক্রমণ ঘটেছে। এই নিয়ে ১০তম খামারে সংক্রমণ হল। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার মেলবোর্নের কাছে আরও এক হাঁস-মুরগির খামারে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু) শনাক্ত হয়েছে। অস্ট্রেলিয়ার ওই অঞ্চলের প্রশাসন কদিন আগেই আটটি খামার সংক্রমিত হওয়ার তথ্য জানিয়েছিল। তবে নতুন এই সংক্রমণের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ায় সংক্রমিত খামারের সংখ্যা এবার দাঁড়াল ১০টি। অস্ট্রেলিয়া বর্তমানে তিনটি বার্ড ফ্লুর প্রাদুর্ভাব মোকাবিলা করছে। এর মধ্যে দুটি ভিক্টোরিয়া রাজ্যের মেলবোর্নের কাছে, আর অন্যটি নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে। এগুলির প্রতিটি ভিন্ন ধরনের। তবে এর কোনোটিই পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়া পাখি, স্তন্যপায়ী প্রাণী ও মানুষের মধ্যে শনাক্ত হওয়া এইচ৫এন১ ধরনের নয়।

error: Content is protected !!