বিধান পরিষদে বড় জয় পেলেন শিন্ডে শিবির

বিধান পরিষদে বড় জয় পেল মহারাষ্ট্রের শাসক শিবির। ১১টি আসনের মধ্যে ৯টিতে জয় পেল বিজেপি, একনাথ শিন্ডের নিয়ন্ত্রণে থাকা শিবসেনা এবং অজিত পাওয়ারে নিয়ন্ত্রণে থাকা এনসিবি । দু’টি আসন গেল বিরোধিদের হাতে । আর এখানেই দেখা যাচ্ছে শাসক শিবিরের প্রার্থীরা কিছু অতিরিক্ত পরিমাণে ভোট পেয়েছেন । এই ভোট কোথা থেকে এলো তাই এখন মহারাষ্ট্র রাজনীতিতে চর্চার বিষয় হয়ে উঠেছে । মহারাষ্ট্রের বিধান পরিষদের নির্বাচনের হিসেব খানিকটা জটিল । সংখ্যার বিচারে ২৩ জন বিধায়ক থাকলে কোনও একটি দল একজন বিধান পরিষদ সদস্য পেতে পারে । বর্তমানে বিধানসভায় বিজেপির আছে ১০৩টি আসন । সেই হিসেবে তাদের চারটি আসন জয় ছিল নিশ্চিত । কিন্তু এবার পাঁচটি আসনে প্রার্থী দেয় বিজেপি । মানে পঞ্চম আসন জিততে আরও ১২ জন বিধায়কের সমর্থন দরকার হত । তাদের শরিকরা প্রার্থী দেয় দু’টি করে আসনে । যথাক্রমে শিন্ডে শিবিরের সেনার কাছে আছে ৩৭ জন বিধায়ক । মানে দু’টি আসন জেতার জন্য দরকার ছিল আরও ৯ জনের সমর্থন । অজিতের এনসিপির বিধায়ক সংখ্যা ৩৯ । সেই হিসেবে দলের দ্বিতীয় প্রার্থীকে জেতাতে তাদের আরও সাত বিধায়কের সমর্থন প্রয়োজন ছিল । ভোট মেটার পর দেখা যাচ্ছে সেই সমর্থন তারা পেয়েছে । অন্যদিকে ৩৭ বিধায়কের সমর্থন থাকা কংগ্রেস লড়েছিল একটি আসনে । সেটি তারা জিতেছে।এবছরের শেষেই মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন । লোকসভা নির্বাচনে ভালো করা বিরোধী শিবির রাজ্যে ক্ষমতায় আসার স্বপ্ন দেখতে শুরু করেছে । তারই মধ্যে বিধান পরিষদে এই ফল বিরোধী শিবিরকেই ধাক্কা দেবে । বিশেষ করে যেভাবে বিজেপি ও এনডিএ হিসেবের চেয়ে বেশ ভোট পেয়েছে সেটা কংগ্রেস ও অন্যদের চাপে রাখবে।

error: Content is protected !!