
‘ভোট যাদের দিতে দেওয়া হয়নি’, তাদের নাম নথিভুক্ত করতে ওয়েবসাইট চালু করল শুভেন্দুর
সম্প্রতি সম্পন্ন হওয়া লোকসভা নির্বাচন এবং বিধানসভা উপনির্বাচনে বেছে বেছে হিন্দুদের ভোট দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আরও জানিয়েছিলেন, যারা ভোট দিতে পারেনি তাদের জন্য একটি পোর্টাল চালু করা হবে। সেই পোর্টালে ওই সমস্ত ভোটাররা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। সেই ঘোষণা মতোই পোর্টাল চালু করল বিজেপি। সোমবার রাতে এই পোর্টাল চালু করার বিষয়টি জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই পোর্টালের নাম দেওয়া হয়েছে ‘savedemocracywb.com’। পোর্টাল চালু করার পর শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘প্রতিশ্রুতি অনুযায়ী আমি একটি পোর্টাল চালু করেছি। যেখানে প্রকৃত ভোটাররা তাদের নাম নথিভুক্ত করতে পারবে। ২০২৪- এর লোকসভা নির্বাচন এবং সম্প্রতি সমাপ্ত বিধানসভা উপনির্বাচনে যাদের ভোট দেওয়ার অনুমতি দেওয়া হয়নি তারা নিজেদের নাম এই পোর্টালে নিবন্ধন করতে পারবেন। সম্পূর্ণ গোপনীয়তা রাখা হবে।’