
শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের ২৬ মামলা, বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলায় কেস ডায়েরি চাইল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার শুভেন্দুর বিরুদ্ধে পুলিশকে ২৬টি মামলার কেস ডায়েরি পেশ করতে বলল হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত’র নির্দেশ, আগামী ৮ অগাস্ট ওই সব মামলায় কেস ডায়েরি আদালতে জমা দিতে হবে পুলিশকে। একই সঙ্গে শুভেন্দু অধিকারীর রক্ষাকবচ বহালই থাকছে। এর আগে ওই ২৬টি মামলায় রক্ষাকবচ দিয়েছিল আদালত। তখন হাইকোর্ট জানিয়েছিল, আদালতের অনুমতি ছাড়া বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের করা যাবে না। বৃহস্পতিবার অন্তর্বর্তী সেই নির্দেশও বহাল রেখেছে আদালত।