মহারাষ্ট্রের পালঘরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি কামরা

মহারাষ্ট্রের পালঘরে লাইনচ্যুত হল মালগাড়ি। শনিবার সকালে বোয়সার রেল স্টেশনের কাছে বেলাইন হয় পণ্যবাহী ট্রেনের পরপর চারটি কামরা। ট্রেনের গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে জানা যাচ্ছে। মালট্রেন লাইনচ্যুত হওয়ার খবর মিলতেই সেখানে পৌঁছয় রেল আধিকারিক এবং উদ্ধারকারী দল। শুরু হয় উদ্ধার কাজ। তবে পন্যবাহী ট্রেনের বেলাইন হয়ে পড়ায় লোকাল ট্রেনের যাতায়াত বিঘ্নিত হয়নি বলেই জানিয়েছেন রেল আধিকারিকেরা।

error: Content is protected !!