ফের বাতিল মৈত্রী এক্সপ্রেস; শর্তসাপেক্ষে ফেরানো হবে ভাড়ার পুরো টাকা

ফের বাতিল করা হল মৈত্রী এক্সপ্রেস ৷ আগামিকাল অর্থাৎ 31 জুলাই বুধবার 13108 কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস বাতিল করা হয়েছে, জানিয়েছে ভারতীয় রেল বিভাগ ৷ পূর্ব রেলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, বাংলাদেশের বর্তমান অবস্থার উন্নতি ঘটলেও বাংলাদেশ রেলের পক্ষ থেকে ভারত সরকারকে 31 জুলাই পরিষেবা বন্ধ রাখার আবেদন জানানো হয়েছিল । সেই আবেদনে সাড়া দিয়েই এই ঘোষণা । যাত্রীদের ওইদিনের টিকিটের পুরো অর্থ ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে রেল ৷ তবে সেক্ষেত্রে মানতে হবে বেশ কয়েকটি শর্ত ।

আগের মতো এবারও শর্তসাপেক্ষে ফিরিয়ে দেওয়া হবে টিকিটের পুরো অর্থ । সেই শর্তগুলি হল :

  • কলকাতার বিশেষ কয়েকটি টিকিট কাউন্টার থেকে কেনা টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত করা হবে ।
  • শুধুমাত্র কলকাতার বিশেষ টিকিট কাউন্টারগুলিতেই এটি প্রদান করা হবে ৷
  • টিকিট হারিয়ে গেলে টাকা ফেরানো হবে না।
  • বিদেশি পর্যটকদের ক্ষেত্রে কাউন্টারে পিআরএসের সময়ের মধ্যেই টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে । টিডিআর ইস্যু করা হবে না ।

ক্রমশই স্বাভাবিক হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি । সরকারি চাকরিতে মুক্তি যোদ্ধাদের পরিবারকে সংরক্ষণ দেওয়ার প্রতিবাদে কিছুদিন আগে পর্যন্ত ছাত্র আন্দোলনের জেরে অগ্নিগর্ভ পরিস্থিতি ছিল পড়শি দেশে । অশান্তি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় কারফিউ জারি করা হয় । বন্ধ ছিল ইন্টারনেট পরিষেবাও ।

ধীরে ধীরে শিথিল হয়েছে কারফিউ । ফিরেছে ইন্টারনেট পরিষেবাও । এই পরিস্থিতিতেও যাত্রীদের সুরক্ষার ব্যাপারে ঝুঁকি নিতে চায় না দু’দেশের সরকার । যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই 31 জুলাই মৈত্রী এক্সপ্রেস বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে ।