হাওড়া-অমৃতসর মেল ট্রেনে আগুন লাগার ভয়ে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে আহত ১২ যাত্রী

ফের ট্রেন বিপত্তি। রবিবার হাওড়া অমৃতসর মেল বিজপুর স্টেশনে আসতেই কয়েকজন যাত্রী ট্রেনের অগ্নি নির্বাপক যন্ত্র চালিয়ে দেন। ফলে ট্রেনে আগুন লেগেছে এমন মনে করেন যাত্রীরা। কিছু না ভেবে কয়েকজন যাত্রী ট্রেনের চেন টেনে দেন। ট্রেন কিছুটা আস্তে হয়ে যায়। এরপর বেশকয়েকজন যাত্রী ট্রেন থেকে লাফ দিয়ে বেরিয়ে যান। । যারা ট্রেনের ভিতরে ছিলেন তাদের মধ্যে চূড়ান্ত ভয় তৈরী হয়। কী করবেন তাই ভেবে তারা অস্থির হয়ে পড়েন। পরে সেখানে আরপিএফ আসে। ট্রেন থেকে লাফ দিয়ে আহত হয়েছে ১২ জন যাত্রী। তারা আহত যাত্রীদের হাসপাতালে ভর্তি করেন।  কোন যাত্রীরা এই কাজ করেছে তাদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। তবে ফের ট্রেন যাত্রা যে ভোগান্তি এনে দিল তা বলা যায়।

error: Content is protected !!