আরজিকর কাণ্ডের জন্য নয়, নবান্ন অভিযান নিয়ে এবার কলকাতার পুলিশ কমিশনারের রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের

 গত ২৭ অগাস্টের নবান্ন অভিযান নিয়ে এবার কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কাছে রিপোর্ট তলব করল জাতীয় মানবাধিকার কমিশন। আগামী দু’সপ্তাহের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ কমিশনের। নবান্ন অভিযানের দিন কলকাতা তো বটেই, হাওড়াতেও আক্রান্ত হয়েছিল পুলিশ। সাংবাদিক সম্মলনে লালবাজারের তরফে জানানো হয়েছে, ‘যেরকম প্রমাণ পাব, সেরকম ব্যবস্থা নেব’। প্রসঙ্গত, ২৭ তারিখের নবান্ন অভিযানে প্রতিবাদে সামিল পড়ুয়াদের উপর পুলিশি অত্যাচার করা হয়েছে, নির্বিচারে গ্রেফতার করা হয়েছে, এই মর্মে অভিযোগ জানিয়েছিলেন ভারতীয় হিউম্যান রাইটস ইনিসিয়েটিভ নামক সংস্থার তরফে ওপি ব্যাস নামের এক ব্যক্তি। সেই অভিযোগ গ্রহণ করে এই নির্দেশ দিল জাতীয় মানবাধিকার কমিশন।

error: Content is protected !!