সাতসকালে কলকাতায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত একাধিক
সাতসকালে কলকাতায় ভয়াবহ দুর্ঘটনা। দুইটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ। গুরুতর আহত অন্ততপক্ষে আটজন। আহতদের ইতিমধ্যেই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছে পুলিশ। দুর্ঘটনার তদন্ত চলছে। সাতসকালে দুর্ঘটনার কারণে ফ্লাইওভারে যানজটের সৃষ্টি হয়েছে। গাড়ি দুটি সরিয়ে দ্রুত যানজটের সমস্যা সমাধানের চেষ্টা করছে পুলিশ। সোমবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে এজেসি বোস ফ্লাইওভারে। পুলিশ সূত্রে খবর, পিটিএস থেকে সেক্টর ফাইভ যাচ্ছিল একটি টাটা সুমো। তাতে নয় থেকে দশজন তথ্যপ্রযুক্তি কর্মী ছিলেন। সেই সময় উল্টোদিক থেকে অর্থাৎ পার্ক সার্কাসের দিক থেকে আসছিল টাটা নেক্সন গাড়ি। তাতেও কয়েকজন যাত্রী ছিলেন। সেই সময়েই আচমকা দুইটি গাড়ির মুখোমুখি সজোরে সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে একেবারে দুমড়ে মুচড়ে যায় গাড়ি দুটি। দুমড়ে যাওয়া গাড়ি কেটে যাত্রীদের উদ্ধার করা হয়।