একা গাড়ি চালানোর সময় মাস্ক পরা বাধ্যতামূলক,‌ নির্দেশ দিল্লি হাইকোর্টের

‌নয়াদিল্লিঃ গাড়ির ভেতরে একা থাকলে কিংবা একা গাড়ি চালালে মাস্ক অতটা জরুরী নয় বলে জানিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কিন্তু যেখানে দিনদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, তাতে রাস্তাঘাটে বেরোলেই মাস্ক পরা বাধ্যতামূলক জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে বাতানুকুল গাড়িতে কম তাপমাত্রায় ভাইরাস বেশি সময় ধরে টিকে থাকতে পারে ও ছড়িয়ে পড়তে পারে। তাই একা গাড়িতে থাকলেও মাস্ক পরা জরুরি-এমনটাই রায় দিল দিল্লি হাইকোর্ট। বিচারপতি প্রতিভা এম সিং বলেছেন, ‘‌বাতানুকুল গাড়িতে কম তাপমাত্রায় ভাইরাস আরও দ্রুত ছড়াতে পারে। তাছাড়া ট্রাফিক সিগন্যালে দাঁড়ালে অনেকসময়ই চালক গাড়ির কাঁচ তুলে দেন। তখন বাইরে থেকে ধুলোবালি ঢুকতে পারে গাড়ির ভেতরে। তাই সুরক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।’‌ গাড়ির ভেতরে মাস্ক পরা জরুরি কিনা সে বিষয়ে দিল্লি হাইকোর্টে পিটিশন দাখিল করেছিলেন আইনজীবী সৌরভ শর্মা। মাস্ক ছাড়া গাড়ি চালানোর জন্য তাঁর কাছে ৫০০ টাকা জরিমানা নিয়েছিল দিল্লি পুলিশ। মাস্ক না পরে একা গাড়ি চড়লে জরিমানা নিচ্ছিল দিল্লি প্রশাসন। সেই জরিমানার বিরোধিতা করে দিল্লি হাইকোর্টে একাধিক আবেদন করেন আইনজীবী সৌরভ শর্মা। সেই মামলার রায়েই আজ দিল্লি হাইকোর্টের বিচারপতি প্রতিভা এম সিং তাঁর পর্যবেক্ষণের কথা জানান। আদালতের কথায় ‘‌এই মাস্ক আসলে সুরক্ষা কবচ। বিজ্ঞানী ও বিভিন্ন দেশের স্বাস্থ্যমন্ত্রক মাস্ক ব্যবহারের কথা বলছে। তার উপর সংক্রমণ যেভাবে বাড়ছে, তাতে টিকা নেওয়া হোক বা না হোক, মাস্ক ব্যবহার বাধ্যতামূলক।’‌

error: Content is protected !!