শিশু নির্যাতনে প্রথম তিনে সবকটি বিজেপি শাসিত রাজ্য, কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের উল্লিখিত পরিসংখ্যানে রীতিমতো বিপাকে গেরুয়া শিবির

আর জি কর কাণ্ডের প্রেক্ষিতে উত্তাল সারা রাজ্য। কিন্তু কেন্দ্রের দ্বিতীয় মোদি সরকারের জমানায় বিজেপি শাসিত রাজ্যগুলিতেই সুরক্ষিত ছিল না শিশুরা? কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান বলছে, ২০১৯ থেকে ২০২২-এই চার বছরে পকসো আইনের ধারায় সবথেকে বেশি মামলা রুজুর সংখ্যায় দেশের মধ্যে একেবারে প্রথম তিনে রয়েছে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ। অর্থাৎ, প্রতিটিই ‘ডাবল ইঞ্জিন’ সরকারের রাজ্য। পাশাপাশি ওই কেন্দ্রীয় সরকারি পরিসংখ্যান থেকেই দেখা যাচ্ছে, তিন বছরে সারা দেশেই বৃদ্ধি পেয়েছে এহেন নথিভুক্ত অভিযোগের সংখ্যা।  কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের উল্লিখিত পরিসংখ্যানে রীতিমতো বিপাকে পড়েছে বিজেপি শিবির। দলীয় সূত্রে অবশ্য সাফাই দেওয়া হচ্ছে, বেশি মামলা রুজু হওয়ার অর্থই হল যে সংশ্লিষ্ট রাজ্যগুলিতে পুলিস সক্রিয় রয়েছে। তাই এমন ঘটনা ঘটলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু এমন ঘটনা ঘটছে কেন? উত্তর নেই। সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল, উল্লিখিত চার বছরে সংশ্লিষ্ট ক্ষেত্রে দেশের মধ্যে প্রথম তিনে থাকা রাজ্যগুলি একবারের জন্যও নিজের ‘অবস্থান’ পাল্টায়নি! ২০১৯ সালে শীর্ষে থাকা উত্তরপ্রদেশে পকসো আইনের ধারায় ৭ হাজার ৫৯৪টি কেস নথিভুক্ত হয়। ২০২২ সালে সেই সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ১৩৬টিতে। দ্বিতীয় স্থানে থাকা মহারাষ্ট্রে ২০১৯ সালে পকসো ধারায় সাড়ে ছ’হাজারের কিছু বেশি মামলা দায়ের হয়েছে। ২০২২ সালে সেটিই বেড়ে হয়েছে ৭ হাজার ৫৭২টিতে। কেন্দ্রীয় সরকারি পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, ২০১৯ সালে সারা দেশে পকসো ধারায় রুজু মামলার সংখ্যা ছিল ৪৭ হাজার ৩২৪টি। ২০২২ সালে বৃদ্ধি পেয়ে হয়েছে ৬৩ হাজার ৪১৪টি।