রাজস্থানের জয়সলমেরে মাদক খাইয়ে ১৯ বছরের তরুণীকে গণধর্ষণ, গ্রেফতার ৪
প্রতিদিনই নারী নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আসছে এবং প্রতিটি ক্ষেত্রেই শীর্ষে থাকছে গেরুয়া রাজ্যের নাম। রাজস্থানের জয়সলমেরে এবার মাদক খাইয়ে ১৯ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল পাঁচ যুবকের বিরুদ্ধে। সূত্রের খবর, নির্যাতিতা এই তরুণী পড়াশোনার জন্য জয়সলমেরে একটি বাড়িতে ভাড়া থাকতেন।সেই গ্রামেই ওই পাঁচ যুবকও থাকতেন। যুবকেরা সকলেই তরুণীর পূর্ব পরিচিত। তাঁরাই ওই তরুণীকে জোর করে মাদক খাইয়ে অচৈতন্য করে একের পর এক ধর্ষণ করেছে বলে অভিযোগ। বুধবার ওই তরুণী নিজেই গিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গত ২৮ অগস্ট এই ঘটনাটি ঘটে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশের অতিরিক্ত সুপার (ওমেন ক্রাইম সেল) প্রিয়াঙ্কা কুমাওয়াত এই মর্মে জানিয়েছেন, তদন্ত শুরু করেছে পুলিশ। এএসপি রাজেশ শর্মা মামলার তদন্তভার গ্রহণ করেছেন। ওই পাঁচ যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পরে চার জনকে আটক করা হয়েছে। যদিও এই মুহূর্তে ফেরার পঞ্চম অভিযুক্ত। তাঁর খোঁজ চালাচ্ছে রাজস্থান পুলিশ।