
বাড়ছে করোনা, ‘ভোট বন্ধ হোক’, নির্বাচন কমিশন অফিসের সামনে পিপিই কিট পরে রাস্তায় শুয়ে প্রতিবাদ
বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দৈনিক সংক্রমণের সংখ্যা ২০০০ ছাড়িয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যে অবিলম্বে বন্ধ করতে হবে নির্বাচন। এই দাবিতে আজ কমিশন অফিসের সামনে ঢিল ছোঁড়া দূরত্বে পিপিই কিট পরে রাস্তায় শুয়ে পড়ে প্রতিবাদ জানাল হল। একটি অরাজনৈতিক দলের তরফে এই প্রতিবাদ জানানো হয়েছে। ৮ জন এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন। তাঁদের স্পষ্ট দাবি, অবিলম্বে এভাবে ভোট বন্ধ হোক। নির্বাচনী সভা, মিটিং, মিছিল বন্ধ হোক। বিকল্প উপায় বের করা হোক। এই মর্মে নির্বাচনে কমিশনে চিঠিও দিয়েছেন প্রতিবাদীরা।