মুম্বইয়ে চোর সন্দেহ দুই বালকের মাথা ন্যাড়া করে, নগ্ন করে বেধড়ক মারধর, অত্যাচারের ভিডিও ভাইরাল!

 দুই বালকের মাথা ন্যাড়া করে, নগ্ন করে বেধড়ক মারধর। সমাজ মাধ্যমে ছড়িয়েও পড়ল নৃশংস ঘটনার ভিডিও। অবশেষে গ্রেপ্তার মূল অভিযুক্ত। এখনও খোঁজ চলছে একাধিক অভিযুক্তের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল মহারাষ্ট্রের মুম্বইয়ে।  সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার ভয়াবহ ঘটনাটি ঘটেছে জুহু এলাকায়। সেখানেই ১৪ এবং ১৭ বছরের দুই বালক চরম নির্যাতনের শিকার হয়। কারণ? এলাকার কয়েকজন তাদের চোর সন্দেহ করেছিল। এরপরই তাদের ঘিরে ধরে মাথা ন্যাড়া করে, বিবস্ত্র করে বেধড়ক মারধর করা হয়।  পুলিশ সূত্রে খবর, এলাকার কয়েকজনের সন্দেহ হয়েছিল, দুই বালক চুরি করার ফন্দি করছে। চোর সন্দেহে প্রথমে তাদের চেন দিয়ে বাঁধা হয় একটি খুঁটিতে। এরপর মাথা ন্যাড়া করে বিবস্ত্র করা হয়। মারধরের পাশাপাশি নগ্ন অবস্থায় তাদের প্যারেড করায় তারা। কয়েকজন সেই অত্যাচারের ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েও দেয়। এরপরই থানার দ্বারস্থ হন দুই বালকের ঠাকুমা।