প্রয়াত বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম

প্রয়াত বসিরহাটের তৃণমূল কংগ্রেস সাংসদ হাজি নুরুল ইসলাম। বুধবার দত্তপুকুর থানার বয়রা গ্রামের নিজ বাসভবনে দুপুর ১.১৫ মিনিটে মারা যান তৃণমূল সাংসদ। গত ছ’মাস ধরে একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। দীর্ঘ সময় ধরে দিল্লির অ্যাপোলো হাসপাতাল ও কলকাতা অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। মৃত্যুকালে তৃণমূল সাংসদের বয়স হয়েছিল ৬১ বছর। লিভার ক্যান্সারে দীর্ঘদিন ধরে আক্রান্ত হয়েছিলেন তিনি। বুধবার দুপুরে নিজের বাড়িতেই তিনি প্রয়াত হন। ২০০৯ সালের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে বসিরহাট লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে প্রথমবার জয় লাভ করে সাংসদ হয়েছিলেন হাজি নুরুল ইসলাম। ২০১৪ সালের জঙ্গিপুরে দাঁড়িয়ে অবশ্য হেরে যান। ২০১৬ সালে তিনি আবার হাড়োয়া বিধানসভার বিধায়ক হন। ২০২১ সালে ফের হাড়োয়া বিধানসভা থেকে জয়লাভ করেন হাজি নুরুল ইসলাম। ২০২৪ সালে লোকসভা নির্বাচনে তিনি আবার প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে। নির্বাচনে দাঁড়ানোর পর থেকেই তাকে অসুস্থতা জনিত কারণে বেশ কয়েকবার হাসপাতালে যেতে হয়। বুধবার নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাজি নুরুল ইসলাম।

error: Content is protected !!