আর্থিক দুর্নীতি কাণ্ডে তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী সেন্থিল বালাজিকে জামিন দিল সুপ্রিমকোর্ট

আর্থিক দুর্নীতি মামলায় তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী সেন্থিল বালাজিকে জামিন দিল সুপ্রিম কোর্ট। প্রাক্তন এই মন্ত্রীর বিরুদ্ধে টাকার বিনিময় চাকরি দেওয়ার অভিযোগ ওঠে। বৃহস্পতিবার বিচারপতি অভয় ওকা এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের একটি বেঞ্চ জামিনের নির্দেশ দেয়। এদিন বিচারপতি ওকা রায় ঘোষণার সময় বলেন, কঠোর জামিনের বিধান এবং বিচারে বিলম্ব একসঙ্গে চলতে পারে না। তামিলনাড়ুর পরিবহণ দফতরে বাস কন্ডাক্টার, চালক ও জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগের ক্ষেত্রে আর্থিক কেলেঙ্কারি অভিযোগে ২০২৩ সালের ১৪ জুন ইডি তাঁকে গ্রেফতার করে।

error: Content is protected !!