রাতভোর তুমুল বর্ষণ, আজকেও ভারী বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি লাল সতর্কতা

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুরু হয়েছে বৃষ্টিপাত। বৃহস্পতিবারও সকাল থেকে দফায় দফায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, একটি অক্ষরেখা রয়েছে উত্তর কঙ্কন থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত। যা ছত্তিশগড়ের ঘূর্ণাবর্ত এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এর প্রভাবে বৃষ্টি বঙ্গে চলছে বৃষ্টি। এদিন কলকাতায় সকাল ও দুপুরে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। তবে জারি থাকবে মেঘলা আকাশ। বৃষ্টিতে তাপমাত্রা অনেকটা নিম্নমুখী। কয়েক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে শহরে। শুক্রবার আংশিক মেঘলা আকাশসহ বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।এদিকে দক্ষিণবঙ্গের পশ্চিমের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা সহ সব জেলাতেই মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে নিম্নচাপ এবং অক্ষরেখার প্রভাবে আগামী কয়েকদিন ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষত, দক্ষিণবঙ্গের জেলা এবং উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামিকাল, শুক্রবারেও কালিম্পং এবং আলিপুরদুয়ারে অতি ভারি বৃষ্টি এবং উত্তরবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

error: Content is protected !!