তিলজলায় নাবালিকাকে ধর্ষণ ও খুনের কাণ্ডে ফাঁসির সাজা ঘোষণা আলিপুর আদালতের

তিলজলা কাণ্ডে অভিযুক্তকে ফাঁসির সাজা ঘোষণা আলিপুর আদালতের। ২০২৩ সালে তিলজলায় নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত অলোক কুমার শাহকে ফাঁসির সাজা দিল আলিপুর আদালত। ৪৫ জনের বয়ানের ভিত্তিতে অভিযুক্তকে দোষী সাবস্ত করল আদলত। চার্জশিট জমা দেওয়ার ১৫ দিনের মধ্যেই সাজা ঘোষণা করল আদালত। অভিযুক্ত অলোক কুমার তিলজলা থানা এলাকার শ্রীধর রায় রোডেরই বাসিন্দা। ২০২৩ সালে তাঁর ফ্ল্যাটের রান্না ঘরের সিলিন্ডারের পাশ থেকে বছর সাতের নাবালিকার দেহ উদ্ধার হয়। হাত, পা, মুখ বাঁধা অবস্থায় তিলজলার ওই শিশুর দেহ উদ্ধার করা হয়েছিল। অভিযুক্তকে ধরতে গেলে পুলিশকর্মীদের লক্ষ্য করে ইট ছোড়া হয় এবং পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। এই মামলায় বুধবার আলিপুরের বিশেষ পকসো আদালত অলোক কুমারকে দোষী সাব্যস্ত করে। অপহরণ, ধর্ষণ, অস্বাভাবিক যৌন নির্যাতনের মতো অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। বুধবার আলিপুরের বিশেষ পকসো আদালত অলোক কুমারকে দোষী সাব্যস্ত করে। অপহরণ, ধর্ষণ, যৌন নির্যাতনের মতো অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। অভিযোগ শুনে বিচারক বলেন, আপনি নিষ্ঠুরতম কাজ করেছেন, নিজের বিকৃত লালসা মিটিয়েছেন। আপনারা উদ্দেশ্য ছিল, অপরাধ করে পালিয়ে যাওয়া। সংশোধনাগারে পাঠিয়ে সংশোধন করা যাবে না আপনাকে। এই অপরাধ বিরলতম, সাংঘাতিক ও নিষ্ঠুর হত্যাকাণ্ড। বিচারক উল্লেখ করেন, কলকাতা পুলিশ সব অভিযোগের প্রমাণ পেয়েছে। যে ৪৫ জন সাক্ষী অভিযুক্তরে বিরুদ্ধেই সাক্ষ্য দিয়েছেন।

error: Content is protected !!