সোমবার জেলাশাসক ও পুলিশ সুপারদের বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী, পুজোর আগে একাধিক জরুরি বিষয় নিয়ে আলোচনা

আগামী ৩০ সেপ্টেম্বর সোমবার বিকেলে জেলাশাসক, পুলিশ সুপারদের নিয়ে বৈঠক বসবেন মুখ্যমন্ত্রী। ভার্চুয়ালি সব জেলার জেলাশাসক, পুলিশ সুপার বৈঠকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, শেষ চারটে হওয়া প্রশাসনিক বৈঠকে যে যে কাজগুলি দেওয়া হয়েছিল তার প্রেক্ষিতে কতদূর কাজ এগুলো তা জানতে বৈঠক ডাকা হয়েছে। মেডিক্যাল কলেজগুলির পরিকাঠামোগত ব্যবস্থা, দ্রব্যমূল্য এর দাম নিয়ন্ত্রণ, পুজোর সময় নিরাপত্তা ব্যবস্থা সহ একাধিক ইস্যু নিয়ে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, একটানা বৃষ্টিতে উত্তরবঙ্গের পাহাড়ের বিভিন্ন জায়গায় ধস নেমেছে। ১০নম্বর জাতীয় সড়কে ধসের কারণে বিচ্ছিন্ন সিকিম। পুজোর মুখে চিন্তা বাড়িয়েছে উত্তরবঙ্গে পরিস্থিতি। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, রবিবার কার্যত ঝটিকা সফরে তিনি যাচ্ছেন শিলিগুড়ি। উত্তরবঙ্গের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এছাড়া আরজিকর কাণ্ডের পরে রাজ্যের মেডিকেল কলেজ এবং সরকারি হাসপাতালগুলি পরিকাঠামোর উন্নয়নের কথা বলা হয়েছিল, সেই নিয়েও সোমবারের বৈঠকে আলোচনা হতে পারে। 

error: Content is protected !!