তামিলনাড়ুর মন্ত্রিসভায় রদবদল, ছেলেকে উপমুখ্যমন্ত্রীর পদে বসালেন এমকে স্ট্যালিন
তামিলনাড়ুর মন্ত্রিসভায় বড়সড় রদবদল ৷ ছেলে উদয়নিধি স্ট্যালিনকে রাজ্যের উপমুখ্যমন্ত্রীর পদে বসালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ৷ প্রায় ১৫ বছর আগে মুখ্য়মন্ত্রী থাকাকালীন রাজনীতিতে তাঁর উত্তরসূরী হিসাবে এমকে স্ট্যালিনকে উপমুখ্যমন্ত্রী করেছিলেন এম করুণানিধি ৷ এবার সেই পথেই হাঁটলেন স্ট্যালিন ৷ রবিবারই তাঁর নতুন পদে শপথ নেবেন উদয়নিধি ৷ তামিলনাড়ুর রাজভবনের তরফে এই প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ সেই বিবৃতি অনুযায়ী, উপমুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্য যুব কল্যাণ ও ক্রিড়া মন্ত্রী উদয়নিধিকে পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রীত্ব দেওয়ার জন্য রাজ্যপালকে অনুরোধ জানিয়েছেন স্ট্যালিন ৷ উদয়নিধি ছাড়াও সেনথিল বালাজি, ডক্টর গোভি চেঝিয়ান, আর রাজেন্দ্রন এবং এস এম নাসারকে নতুন মন্ত্রিসভায় রাখার সুপারিশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন ৷ তবে তাঁদেরকে কোন দফতরের দায়িত্ব দেওয়া হবে, তা এখনও স্পষ্ট নয় ৷ রাজভবনের বিবৃতি অনুযায়ী, মুখ্য়মন্ত্রীর সমস্ত সুপারিশেই সিলমোহর দিয়েছেন রাজ্যপাল আরএন রবি ৷ রবিবার বিকেল ৩টে ৩০ মিনিট নাগাদ হবে শপথগ্রহণ অনুষ্ঠান হবে ৷