বাংলাদেশকে হোয়াইটওয়াশ ভারতের
কানপুর টেস্ট ৭ উইকেটে জিতল টিম ইন্ডিয়া। ব্য়াটিং-বোলিংয়ে অলরাউন্ড পারফর্ম্যান্স করল টিম। ভারত প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দ্রুত গতিতে রান করা শুরু করে। প্রথম ইনিংসে ভারত ২৮৫ রান করে ইনিংস ডিক্লেয়ার করে। চতুর্থ দিনে ভারতের এই দ্রুত রানের ফলে চাপে পড়ে বাংলাদেশ। এরপর তারা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৪৬ রান করতে পারে। ভারতের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটাররা। তাদের শট নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪৬ রান করতে পারে। ভারতের সামনে তারা টার্গেট রাখে ৯৭ রানের। শেষ দিনে ভারতের সামনে জিততে গেলে করতে হতো ৯৮ রান। সেটা মাত্র ১৭.২ ওভারে করে ফেলে। দ্বিতীয় ইনিংসে তিন উইকেট হারিয়ে ৯৮ রান করে ফেলে ভারত। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন যশস্বী জয়সওয়াল। তিনি ৫১ রান করেন।