এবার প্রাথমিকে নিয়োগ মামলাতে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই
পার্থ চট্টোপাধ্যায়কে প্রাথমিকে নিয়োগের মামলায় গ্রেফতার করল সিবিআই। মঙ্গলবার বিশেষ সিবিআই আদালতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে পেশ করার পর তাঁকে ওই মামলায় গ্রেফতারের আবেদন জানায় কেন্দ্রীয় সংস্থাটি। সেই আবেদন মঞ্জুর করে আদালত। পার্থের পাশাপাশি নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত অয়ন শীলকেও আদালতে পেশ করার পর গ্রেফতার করেছে সিবিআই।পার্থ, অয়নকে গ্রেফতার করলেও হেফাজতে নেওয়ার জন্য আদালতে দাবি জানায়নি সিবিআই।