টানা বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং, একাধিক একালায় ধস, বাড়ি ভেঙে মৃত্যু বৃদ্ধের
টানা বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং। বৃহস্পতিবার ধস নেমে প্রাণও গেল এক বৃদ্ধের। মৃতের নাম রঘুবীর রাই (৭৮)। তিনি দার্জিলিঙের সুখিয়া ব্লকের প্লুঙ্গডুং গ্রাম পঞ্চায়েতের বুজুয়া গ্রামের বাসিন্দা। সূত্রে খবর, সকালে আচমকাই ধস নামে এলাকায়। সেই বাড়িতেই ছিলেন রঘুবীর। ধস নামতেই বাড়ির অন্য সদস্যেরা বাইরে বেরিয়ে এলেও রান্না ঘরে আটকে পড়েন বৃদ্ধ। সেখানে ধসে চাপা পড়ে মৃত্যু হয় তাঁর। পরে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সুখিয়াপোখরি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধের দেহ উদ্ধার করে।