উত্‍সবে ফিরল শহর! মহালয়ার দিনই উপচে পড়া ভিড় শ্রীভূমিতে

আরজিকর কাণ্ডে প্রতিবাদে তখন কর্মবিরতি চলছিল জুনিয়র ডাক্তারদের। সঙ্গে স্বাস্থ্যভবনের সামনে অবস্থান-ধরনাও। ‘উৎসবে ফেরার’ বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। যা নিয়ে দানা বেঁধেছিল বিতর্ক।  জুনিয়র ডাক্তারদের দাবি করেছিল, এবার পুজো হলেও উৎসব হবে না। কিন্তু পুজোয় যে এবছর ‘উত্‍সব’-ই হতে চলেছে, তার ইঙ্গিত মিলল মহালয়াতেই।  মহালয়ার রাতেই কলকাতার শ্রীভূমির পুজোমণ্ডপে উপচে পরা ভিড় দর্শনার্থীদের। বুধবার রাতেই কাতারে কাতারে মানুষ ঢল জমিয়েছিলেন শ্রীভূমির মণ্ডপে। তাঁরাই যেন জানান দিয়ে গেলেন পুজো শুরু পুরোদমে। দুর্গাপুজোর পরের দিনগুলিতে প্রবল ভিড় এড়াতে আগেভাগে মহালয়ার রাতেই শ্রীভূমির পুজোয় উৎসবপ্রেমী বাঙালির ঢল।  তিলোত্তমা মহানগরীতে একের পর এক তাক লাগানো পুজোমণ্ডপ প্রতিবারই নজর কাড়ে। কলকাতার বড় পুজোগুলির মধ্যে অন্যতম হল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গা পুজো। এ পুজোর প্রধান উদ্যোক্তা রাজ্যের মন্ত্রী সুজিত বসু। এই বছর তিরুপতি বালাজি মন্দিরের আদলে তৈরি হয়েছে শ্রীভূমির পুজোমণ্ডপ। মণ্ডপ ঘিরে অভিনব আলোকসজ্জা এবারও নজর কাড়ছে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো এ বছর ৫২ বছরে পা দিয়েছে। মহালয়ার আগের দিন শ্রীভূমির পুজো উদ্বোধন করে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রীভূমিতে ভিড় নিয়ে মুখ্যমন্ত্রীও রীতিমতো সতর্ক করেছেন পুজো উদ্যোক্তাদের। মুখ্যমন্ত্রীর উদ্বোধন করে যাওয়ার ঠিক পরের দিনেই লেকটাউনের এই বিখ্যাত পুজোয় উপচে পরা ভিড় দর্শনার্থীদের।