এবার গ্রেফতার টিএমসিপি নেতা আশিস পাণ্ডে
আরজি কর কাণ্ডে ফের নতুন গ্রেফতার। আর্থিক অনিয়ম সম্পর্কিত অভিযোগের মামলায় গ্রেফতার আশিস পাণ্ডে। টেন্ডার দুর্নীতি সংক্রান্ত অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আরজি করের দুর্নীতির চক্রের মাথায় ছিলেন সন্দীপ। আর সেই সন্দীপের ডান হাত ছিলেন আশিস। এমনকী থ্রেট কালচারের সিন্ডিকেটের মাথাতেও ছিলেন আশিস। অভিযোগ এমনটাই। তার প্রথম পরিচয় হল তিনি সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ। আর দ্বিতীয় পরিচয় হল আরজি করের তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র নেতা হলেন আশিস। আর তার অপর পরিচয় হল আরজি করে দিনের পর দিন ধরে থ্রেট কালচারের যে সিন্ডিকেট চলছিল তারই মাথায় ছিলেন আশিস।অভিযোগ এমনটাই।