তিরুপতি লাড্ডু বিতর্কে নিরপেক্ষ তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের
তিরুপতির লাড্ডু তৈরির ঘিয়ে পশুর চর্বি, মাছের তেল মেশানো ৷ এই মামলায় এবার বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করল সুপ্রিম কোর্ট ৷ এর আগে ২৭ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু সিট গঠন করেছিলেন ৷ অন্ধ্র সরকার গঠিত সিট এই বিষয়ে তদন্ত করবে নাকি অন্য কোনও স্বাধীন সিট গঠন করা হবে ? ৩০ সেপ্টেম্বরের শুনানিতে শীর্ষ আদালত সলিসিটর জেনারেল তুষার মেহতাকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বলেছিল বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ ৷ শুক্রবার সলিসিটর জেনারেল আদালতে আবেদন করেন, অন্ধ্র সরকারের গঠিত সিট কী তদন্ত করছে, তা দেখাশোনা করতে কেন্দ্রীয় সরকারের এক উচ্চাধিকারিককে নিয়োগ করা যায় ৷ এই বেঞ্চ জানায়, শীর্ষ আদালতের গঠিত সিট এর তদন্ত করবে ৷ এই দলে থাকবেন সিবিআই-এর দুই আধিকারিক, রাজ্য পুলিশের দুই কর্তা এবং খাদ্যের মান নিয়ন্ত্রক সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া-র (এফএসএসএআই) এক উচ্চ আধিকারিক ৷ এই তদন্তে নেতৃত্ব দেবেন সিবিআই-এর ডিরেক্টর ৷ লাড্ডুতে পশুর চর্বি বিতর্কে আদালতের নজরদারিতে তদন্ত চেয়ে একগুচ্ছ মামলা দায়ের হয়েছিল ৷ সেই সব মামলায় এদিন দুই সদস্যের বেঞ্চ জানায়, মন্দিরের লাড্ডু বিতর্ক মামলায় আদালতকে রাজনৈতিক যুদ্ধক্ষেত্র হতে দেওয়া হবে না ৷ রাজনীতি ও ধর্ম দু’টি আলাদা বিষয় ৷ বেঞ্চের পর্যবেক্ষণ, “বিষয়টি রাজনৈতিক নাটক হয়ে উঠুক, এটা আমরা চাই না ৷” ৩০ সেপ্টেম্বরের শুনানিতেও অন্ধ্রপ্রদেশ সরকারকে কড়া বার্তা দিয়ে আদালত জানায়, “আমরা আশা করি, অন্তত দেবতাদের রাজনীতি থেকে দূরে রাখা হবে ৷”