আরজিকর হাসপাতালে অভয়ার ভাস্কর্য টোকা বলে অভিযোগ উঠল

আরজিকর হাসপাতালে অভয়ার ভাস্কর্য টোকা বলে অভিযোগ উঠল। বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, ১৮৯১ সালে এক ফরাসী ভাস্কর সাগোফিন ভিক্টর জোসশেফ জঁ অ্যামব্রয়েজ, যাঁকে ভিক্টর সাগোফিন বলেই ডাকা হত। সেই তিনি ২৪ বছর বয়সে ১৮৯১ সালে এক ভাস্কর্য তৈরি করেছিলেন, সেই ভাস্কর্যের নাম ছিল ফরাসী ভাষায় টেট দ্য এক্সপ্রেশন টেট, ইংরেজি হল, এক্সপ্রেসন হেড হেড। বাংলায় ভাবানুবাদ হতে পারে মুখোমুখি। তিনি দক্ষিণ ফ্রান্সে তুলুজ শহরে জন্মেছিলেন। তাঁর নামে ওই শহরে একটা রাস্তা আছে। তিনি ফ্রান্সের লিজিয়ন দ্য অনার পেয়েছিলেন। আর এই ভাস্কর্য ওই তুলুজেই এক মিউজিয়ামে রাখা আছে। এবং আজকের অভয়া ভাস্কর্য সেই ছবির প্রায় হুবহু এক প্রতিচ্ছবি।

error: Content is protected !!