হকি বেঙ্গলের সভাপতির পদ থেকে সরানো হল মুখ্যমন্ত্রীর ছোট ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়কে, নয়া সভাপতি হলেন সুজিত বসু

হকি বেঙ্গলের সভাপতির পদ থেকে সরানো হল মুখ্যমন্ত্রীর ছোট ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় (বাবুন)কে। নয়া সভাপতি হলেন দমকলমন্ত্রী সুজিত বসু । সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, যেভাবে তাঁকে ও তাঁর অনুগামীদের বাদ দেওয়া হয়েছে তাতে মর্মাহত স্বপন বন্দ্যোপাধ্যায় ( বাবুন)।  কলকাতার ময়দানে স্বপন পরিচিত বাবুন নামেই। শনিবার রাজ্য হকি সংস্থার সভায় সভাপতি পদের জন্য সুজিত বসুর নাম ঘোষণা হয়েছে।  গত প্রায় ১২ বছর সভাপতি পদে ছিলেন বাবুন। ২০১২ সালে হকি বেঙ্গল অ্যাসোসিয়েশনের সভাপতি হন মুখ্যমন্ত্রীর ছোট ভাই। বর্তমানে সেই সংস্থায় নাম বদল হয়ে হকি বেঙ্গল হয়েছে। 

error: Content is protected !!