মধ্যপ্রদেশের ছতরপুরে টানা ৪ বছর ধরে নিজের মেয়েকে লাগাতার ধর্ষণ, জানাজানি হতেই পলাতক বাবা
নিজের মেয়েকেই লাগাতার ধর্ষণ। একটানা চার বছর ধরে বাবার যৌন লালসার শিকার এক কিশোরী। বিষয়টি জানাজানি হতেই পলাতক অভিযুক্ত ব্যক্তি। তার খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, হাড়হিম করা ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ছতরপুর জেলায়। গতকাল ২১ বছরের এক যুবতী লভকুশ নগর থানায় বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। যুবতী জানান, তাঁর বাবা লাগাতার বোনকে ধর্ষণ করত। বোনের বয়স ১৮ বছরের কম। গত ৪ বছর ধরে বোনকে যৌন নিগ্রহ করে বাবা। মা সম্প্রতি বিষয়টি জানতে পারেন। এরপরই বৃহস্পতিবার মায়ের সঙ্গে থানায় এসে বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন যুবতী। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার থানায় মা ও মেয়ে ধর্ষণের অভিযোগ জানানোর পরেই গ্রাম ছেড়ে পালিয়ে যায় ৪০ বছর বয়সি ওই ব্যক্তি। তার খোঁজে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু হয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য একটি টিম গঠন করেছে পুলিশ। মেয়েকে লাগাতার ধর্ষণের জেরে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় এবং পকসো ধারায় মামলা রুজু করেছে পুলিশ। উৎসবের আবহে এই ঘটনায় ব্যাপক শোরগোল ছতরপুর জেলায়।