‘সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন’, কার্নিভাল শেষে বার্তা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার কার্নিভালের সাক্ষী থাকবে কলকাতাবাসী। দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হবে রেড রোডে। কলকাতার প্রসিদ্ধ পুজোগুলি তাঁদের প্রতিমা নিয়ে হাজির অনুষ্ঠানে। বর্ণাঢ্য শোভাযাত্রার সঙ্গে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও।  প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠান। একের পর এক পুজো কমিটি তাদের প্রতিমা নিয়ে হাজির হন কার্নিভালে। থিমের সঙ্গে সাযুজ্য রেখে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পুজোর প্রদর্শনী দিয়ে শেষ হয় বিসর্জনের শোভাযাত্রা। দুর্গাপুজো কার্নিভালের শেষে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সমাজমাধ্যমে লেখেন, ‘আজ কলকাতার রেড রোডে দুর্গাপুজো কার্নিভাল, ২০২৪ উপলক্ষে আয়োজিত এক সুবিশাল বর্ণাঢ্য বিসর্জনের বিশেষ শোভাযাত্রায় উপস্থিত ছিলাম। সুরের মুগ্ধতায়, আলোর বর্ণময়তায়, নৃত্যের তালে তালে আজ মেতে উঠেছিল সকল মানুষ। পুনরায় আপামর বাংলা মা কাত্যায়নীর আগমনের প্রতীক্ষায় প্রহর গুণতে শুরু করে দিয়েছে।’ পুলিশ প্রশাসন এবং ট্রাফিক পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। মমতা বলেন, ‘আগামীর সবকটি উৎসবের প্রত্যেকটি মুহূর্ত আপনাদের সকলের সুখে-আনন্দে কাটুক – এই প্রার্থনা আমার। আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।’

error: Content is protected !!