লক্ষ্মী পুজোর রাতে জলপাইগুড়িতে তৃণমূল করার ‘অপরাধে’ গৃহবধূকে বিবস্ত্র করে বেধড়র মার, গুরুতর আহত হয়ে ভর্তি হাসপাতালে

জলপাইগুড়িতে লক্ষ্মীর পুজোর রাতে ঘরের বিবস্ত্র করে বেধড়র মারে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি গৃহবধূ। অভিযোগের তির বিজেপির দিকে। সূত্রে খবর, আক্রান্ত মহিলার নাম সীমা মন্ডল। বাড়ি, জলপাইগুড়ি সদর ব্লকের  বাহাদুর গ্রাম পঞ্চায়েতের এলাকা। আজ, বুধবার রাতে বাড়িতে লক্ষ্মী পুজোর আয়োজনে ব্যস্ত ছিলেন তিনি। অভিযোগ, আচমকাই বাড়িতে চড়াও হয় কয়েকজন দুষ্কৃতীরা। ওই গৃহবূকে রীতিমতো বিবস্ত্র করে মাধর করা হয়।  আক্রান্তের পরিবারে দাবি, তাঁরা তৃণমূল করেন। সেকারণেই এই হামলা চালিয়েছেন স্থানীয় বিজেপি কর্মীরা। এদিকে এই ঘটনার পর বিচারের দাবিতে এলাকা বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। বিজেপির পাল্টা দাবি,  এই পরিবারটি নেশার সামগ্রী বিক্রি করে। এলাকার কয়েকজন প্রতিবাদ করেছেন। তাই মিথ্যা ঘটনা সাজানো হয়েছে তৃণমূলের তরফে।

error: Content is protected !!