ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় বিশেষ সতর্কতা নবান্নের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। বিপর্যয়ের আগেই সতর্কতা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জুড়ে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের একাধিক এলাকায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর প্রস্তুতি শুরু হয়েছে। নজরে রয়েছে দক্ষিণ ২৪ পরগনার ঘোড়ামোড়া দ্বীপ। এই দ্বীপের প্রায় চার হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। নবান্ন সূত্রে খবর, সাগর ও তার সংলগ্ন এলাকা থেকে প্রায় দশ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে। পূর্ব মেদিনীপুরের রামনগর ১ ও রামনগর ২ থেকে কয়েক হাজার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর প্রস্তুতি হচ্ছে। একইসঙ্গে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি থেকেও বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর প্রস্তুতি নেওয়া শুরু করা হয়েছে। প্রায় ১৫ হাজার বাসিন্দাকে সেখান থেকে নিরাপদ স্থানে সরানোর প্রস্তুতি শুরু করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। ওড়িশা সংলগ্ন পশ্চিম মেদিনীপুর জেলাও দানার তাণ্ডবে বিপর্যস্ত হতে পারে বলে আশঙ্কা রয়েছে। এমনই সতর্কতা পাওয়ার পর, মঙ্গলবার থেকেই জোর তৎপরতা শুরু হয়েছে জেলা প্রশাসনে।

error: Content is protected !!