বায়ু দূষণে ক্রমেই খারাপ হচ্ছে দিল্লির পরিস্থিতি
জধানীর কিছু এলাকায় ধোঁয়াশার স্তর আরও গাঢ় হয়েছে ৷ সোমবারও বায়ুর গুণমান অত্যন্ত খারাপ রয়েছে বলে জানা গিয়েছে। সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ (SAFAR)-এ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এদিন দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) 328-এ রেকর্ড করা হয়েছে। রবিবারের গড় AQI রেকর্ড ছিল 356, যার তুলনায় সোমবারের পরিস্থিতির সামান্য উন্নতি হলেও সামগ্রিকভাবে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনত ! কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের দাবি, আনন্দ বিহার এলাকায় AQI সকাল 7টায় 405 থেকে নেমে 357-এ রেকর্ড করা হয়েছে ৷ অক্ষরধাম মন্দিরের চারপাশে সোমবার AQI রেকর্ড করা হয়েছে 357, যা রবিবারের সকাল 7টার AQI 261-এর চেয়ে খারাপ। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডে জানিয়েছে, দিল্লিতে 1 জানুয়ারি পর্যন্ত আতশবাজি নিষিদ্ধ থাকা সত্ত্বেও, আতশবাজি ব্যবহার এবং খড় পোড়ানো থেকে অতিরিক্ত কার্বন নির্গমনের ফলে বায়ুর গুণমান আগামী সপ্তাহে দিল্লিতে আরও কিছুটা নামার আশঙ্কা রয়েছে।