ওটিটির পর এবার বড় পর্দায় মির্জাপুর
এবার বড় পর্দায় আসছে মির্জাপুর। ওটিটি প্ল্যাটফর্মে মির্জাপুর ৩-এর মুক্তির পরই নির্মাতারা ঘোষণা করেছেন এবার বড় পর্দাতেও আসতে চলেছে ‘মির্জাপুর: দ্য ফিল্ম’। ফলে ওয়েব সিরিজের দুনিয়ার পাশাপাশি এবার ঝড় আছড়ে পড়তে চলেছে প্রেক্ষাগৃহেও। আজ, সোমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একথা জানিয়েছে প্রযোজনা সংস্থা। ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দিব্যেন্দুকে। ইতিমধ্যেই ইউটিউবে ১ মিনিট ৩৩ সেকেন্ডের একটি ভিডিও লঞ্চ হয়েছে। তার ভিউ ইতিমধ্যেই ৬ লক্ষের কাছাকাছি। ভিডিওতে এই চারজন অভিনেতার দেখাই মিলেছে। তাতে অভিনেতারা জানিয়েছে, ওটিটিতে তিনটি সিজন মানুষের মনোরঞ্জন করেছে। তবে এবার কিন্তু দর্শকের হাতের মুঠোয় ধরা দেবে না ‘মির্জাপুর’। বরং তাঁদেরই যেতে হবে মির্জাপুরের কাছে। ভিডিওতে দিব্যেন্দুতে বলতে শোনা যায়, আমি হিন্দি ছবির হিরো। আমার বিশ্বাস হিন্দি ছবি সবচেয়ে বেশি উপভোগ করা যায় সিনেমা হলে বসেই। পাশাপাশি আমি মনে করিয়ে দিতে চাই যে আমি অমর। একটি প্রেক্ষাগৃহের ব্যালকনিতে দাঁড়িয়ে তিনি বলেন, মির্জাপুরের গদিতে এখান থেকে বসেই রাজত্ব করব আমি। তাঁর পাশে দেখা যায় অভিষেককেও। ছোট্ট এই ভিডিওর শেষে পঙ্কজ ত্রিপাঠি বলেন, এবারের ভয়ও বেশি আরও পর্দাও বড়।ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানির সংস্থা এক্সেল এন্টারটেনমেন্টের প্রযোজনায় মুক্তি পাচ্ছে এটি। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন গুরমীত সিং। এই ছবির চিত্রনাট্য লিখেছেন পুনীত কৃষ্ণ। সূত্রের খবর, এই ছবির গল্প ওটিটির তুলনায় কিছুটা আলাদা হতে পারে। ২০২৬ সালে মুক্তি পেতে পারে ছবিটি। এই ঘোষণায় স্বভাবতই উচ্ছ্বসিত দর্শক মহল। কানাঘুষোয় শোনা যাচ্ছে, সিনেমা হলে মুক্তির পাশাপাশি এটি অ্যামাজন প্রাইমেও মুক্তি পাবে। উল্লেখ্য, ওটিটি প্ল্যাটফর্মে মির্জাপুর সিরিজের প্রথম সিজন মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। দ্বিতীয় সিজন ২০২০ সালে এবং তৃতীয় সিজন রিলিজ করেছে ২০২৪ সালে।